আজকের আলোচিত ছবি: ২০ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঢাকায় শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। ছবি: পিআইডি
-
আজ বাংলাদেশ সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। ছবি: পিআইডি
-
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: পিআইডি
-
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস লিমিটেডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ইসলামী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলোকে বেআইনিভাবে আর তারল্য সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: ইয়াসির আরাফাত
-
নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। ছবি: মাসুদ রানা
-
বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সাত দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। ছবি: নাহিদ সাব্বির
-
৪১ ও ৪৩তম বিসিএসে মৌখিক নন-ক্যাডার পদে আরও নিয়োগের দাবিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি: হাসান আদিব
-
টানা বর্ষণে ফের প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। ছবি: মুজিবুর রহমান ভূঁইয়া
-
গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। যারা গুজব ছড়িয়েছেন তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। ছবি: রবিউল হাসান