পানিবন্দি নোয়াখালীর লাখো মানুষ
অতিবৃষ্টির কারণে নোয়াখালীর ৯ উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
-
এরমধ্যে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ছবি: ইকবাল হোসেন মজনু
-
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: ইকবাল হোসেন মজনু
-
এদিকে ভারী বৃষ্টিপাতে জেলা শহরের কালেক্টরেট ভবন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, প্রেস ক্লাব, জজকোর্ট ভবন, পৌরসভা, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, জেলা জামে মসজিদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ কার্যালয় পানিবন্দী রয়েছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
এছাড়া জেলার দ্বীপ উপজেলা হাতিয়া, উপকূলীয় উপজেলা কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর, বেগমগঞ্জে চৌমুহনীসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি: ইকবাল হোসেন মজনু