গ্রাফিতি-স্লোগানে সেজেছে মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২৪
আপডেট: ০১:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২৪
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে মেট্রোরেল। আজ থেকে মেট্রোরেল চালুর গুঞ্জন থাকলেও, এদিন মেট্রোরেল চলাচল শুরু হয়নি।
-
মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্টেশনগুলো সংস্কারে কোনো উদ্যোগ এখনো শুরু হয়নি। ছবি: সাইফুল হক মিঠু
-
স্টেশনের চারটি সিঁড়ি গেটে তালা দেওয়া। দুটো লিফট, স্কেলেটরের গেটেও তালা ঝুলছে। ছবি: সাইফুল হক মিঠু
-
মেট্রো স্টেশনের দেওয়াল সেজেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান ও গ্রাফিতিতে। ছবি: সাইফুল হক মিঠু
-
মেট্রো স্টেশনের ফুটপাত রাখা হয়েছে খাবারের ভ্রাম্যমাণ গাড়ি। ছবি: সাইফুল হক মিঠু
-
মেট্রোর স্টেশন সংলগ্ন ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ছবি: সাইফুল হক মিঠু