আজকের আলোচিত ছবি: ১৬ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: রেজাউল করিম রেজা
-
দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: কাজল কায়েস
-
নির্মাণের ১৯ বছর পার হলেও চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম এখনো বন্ধ হয়নি। পুরোপুরি টোল বন্ধের দাবিতে ফের বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: শরীফুল ইসলাম
-
কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গসহ পুরো ভারত। ছবি: সংগৃহীত
-
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্ন শিনাওয়াত্রাকে বেছে নিয়েছে দেশটির পার্লামেন্ট। স্থানীয় সময় ১৬ আগস্ট পার্লামেন্টে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়। ছবি: এএফপি