আজকের আলোচিত ছবি: ১৪ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাবদিহি ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দাম কমবে। তবে রাতারাতি কমবে না। একেবারে যুগযুগ সময়ও লাগবে না। আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনবো। ছবি: সাইদ শিপন
-
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: পিআইডি
-
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। ছবি: মাসুদ রানা
-
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ডিম নিয়ে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: মাহবুব আলম
-
আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণধিকার পরিষদ। ছবি: মাসুদ রানা
-
বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জিতু কবীর
-
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। ছবি: এসকে রাসেল
-
বেনাপোল হয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক হয়েছে। তবে তালিকাভুক্ত কোনো ব্যক্তিকে যেতে দেওয়া হচ্ছে না। ছবি: জামাল হোসেন
-
সিরাজগঞ্জ শহরের প্রতিটি দেওয়ালে ইতিহাস ও বিপ্লবের স্লোগান লিখন, গ্রাফিতি অংকন, চিত্র অংকনসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা। ছবি: এম এ মালেক
-
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো দেশই উত্তাল হয়ে উঠেছে।