রং-তুলির আঁচড়ে বদলে গেছে ভাওয়াল কলেজের দেওয়াল
গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছেন কলেজের শিক্ষার্থীরা।
-
এসব চিত্রকর্মে সমতা, ধর্মীয় সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। ছবি: তানজিদ শুভ্র
-
রং তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে কলেজের ভেতর ও বাহিরের দেওয়াল। ছবি: তানজিদ শুভ্র
-
বিভাগ ভিত্তিক শিক্ষার্থীদের ছোট ছোট দল ব্যস্ত আঁকাআঁকির কাজে। ছবি: তানজিদ শুভ্র
-
একটা সময় এসব দেওয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। ছবি: তানজিদ শুভ্র
-
এ ছাড়া ‘মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল’, ‘স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো’, ‘স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পাতা ছেঁড়া নিষেধ’, ‘নতুন বাংলা, নতুন ক্যাম্পাস, গড়ে তুলব ছাত্রসমাজ’,-এমন নানান প্রতিবাদী বাক্য ও বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে ভাওয়াল কলেজ ক্যাম্পাস। ছবি: তানজিদ শুভ্র
-
পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের ডিপার্টমেন্টের বারান্দা, শ্রেণিকক্ষের দেওয়ালে আঁকছেন বিষয়ভিত্তিক চিত্রকল্প। ছবি: তানজিদ শুভ্র