আজকের আলোচিত ছবি: ১৩ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। ছবি: পিআইডি
-
বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: মফিজুল সাদিক
-
পদোন্নতি, পদনাম পরিবর্তন, আন্তঃমন্ত্রণালয়ে বদলির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা। ছবি: মাসুদ রানা
-
রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করায় চাকরিচ্যুত খতিবদের পুনর্বহালসহ ১১টি দাবি জানিয়েছেন ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
পদোন্নতির দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা। ছবি: মাসুদ রানা
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ছবি: ইব্রাহিম সুজন
-
মসজিদ ভাঙায় আমরা মন্দির ভাঙবো তা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভেতরে আটকা পড়েছেন শিক্ষক ও কর্মচারীরা। ছবি: শরীফুল ইসলাম
-
মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। ছবি: আবু হোসাইন সুমন
-
রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলের ১৩ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনা। উভয় পক্ষের ব্যাপক যুদ্ধ চলছে সেখানে। এমন পরিস্থিতিতে কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়ন করে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি