আজকের আলোচিত ছবি: ১২ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: ফজলুল হক মৃধা
-
সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। ছবি: মাসুদ রানা
-
আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: মাসুদ রানা
-
টানা ছয়দিন পর রাজধানীর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। ছবি: মাহবুব আলম
-
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান বলেছেন, ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের অধিকার রক্ষা করবো। এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।’ ছবি: বি.এম খোরশেদ
-
শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা আত্মগোপনে চলে গেছেন। গত সাতদিন থেকে তারা সবাই লাপাত্তা থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে পৌর এলাকার নাগরিক সেবা কার্যক্রম। ছবি: মো. আতিকুর রহমান
-
মাদারীপুর শহরের বিভিন্ন এলাকার সড়কগুলো পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া ৯০১ অস্ত্র, গুলি ও টিয়ারশেল উদ্ধার করা হয়েছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। ছবি: নয়ন চক্রবর্তী
-
ভারতের রাজস্থানে ভারী বৃষ্টিতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবে মারা গেছেন আরও সাতজন। টানা বর্ষণে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লিও। হিমাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে প্রায় ৩০০ সড়ক। ছবি: সংগৃহীত