আজকের আলোচিত ছবি: ১১ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ছবি: সংগৃহীত
-
চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দিতে চান জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করবো। স্টেকহোল্ডারদের অংশীদার করবো, যাতে করে স্বচ্ছতা তৈরি হয় এবং জবাবদিহি নিশ্চিত হয়। ছবি: সাইদ শিপন
-
অনেক লেভেলে সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে। ছবি: মাসুদ রানা
-
শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: মাসুদ রানা
-
শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। একই সঙ্গে যারা এখন কর্মরত তাদের দ্রুত অপসারণ দাবি করেছেন তারা। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
নতুন কারিকুলাম স্থগিত নয়, পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে আবারও মাঠে নেমেছেন অভিভাবকরা। চলতি আগস্ট মাসেই এ কারিকুলাম বাতিলের ঘোষণা দেওয়ার দাবি তাদের। ছবি: বিপ্লব দীক্ষিত
-
জাতীয়করণের দাবিতে চট্টগ্রামে আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাহিনীর ড্রেস পরিহিত কয়েকশ সাধারণ আনসার তাদের জাতীয়করণের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। ছবি: ইকবাল হোসেন
-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে চাকরিতে বৈষম্যের অভিযোগ এনে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
১০ আগস্ট গাজার একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ। ছবি: এএফপি