নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকরা
নতুন কারিকুলাম স্থগিত নয়, পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে মাঠে নেমেছেন অভিভাবকরা। চলতি মাসেই এ কারিকুলাম বাতিলের ঘোষণা দেওয়ার দাবি তাদের।
-
একই সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে আগস্টেই নতুন করে পাঠ্যবই ছাপিয়ে সেপ্টেম্বরের মধ্যেই নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ছবি: হাসান আদিব
-
আজ বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। ছবি: হাসান আদিব
-
অভিভাবকরা বলেন, এখন দেশের পরিস্থিতি পাল্টেছে। আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারছি। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ কারিকুলাম বাতিল করবে। এছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো একটি বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী কারিকুলাম জাতিকে উপহার দেবে। ছবি: হাসান আদিব
-
আজকের মানববন্ধনে চলতি মাসেই নতুন কারিকুলাম বাতিলের ঘোষণাসহ বেশকিছু দাবি তুলে ধরেন অভিভাবকরা। ছবি: হাসান আদিব