দেওয়াল সাজাতে ব্যস্ত ফরিদপুরের শিক্ষার্থীরা
ফরিদপুর শহরের বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
-
ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়াল লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছে তারা। ছবি: এন কে বি নয়ন
-
শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালায় শিক্ষার্থীরা। ছবি: এন কে বি নয়ন
-
দেওয়ালে নতুন করে আঁকছে বিভিন্ন শিল্পকর্ম। একই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। ছবি: এন কে বি নয়ন
-
শিক্ষার্থীরা জানায়, দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো। ছবি: এন কে বি নয়ন
-
চিত্রাঙ্কনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের। ছবি: এন কে বি নয়ন
-
চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা। ছবি: এন কে বি নয়ন
-
দেওয়াল রাঙানোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে চান শিক্ষার্থীরা। ছবি: এন কে বি নয়ন