সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তরুণরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ সদস্যরা। চলমান এই পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো কুমিল্লায়ও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
-
কুমিল্লা নগরীর সবগুলো সড়কে কাজ করতে দেখা গেছে তরুণদের। ছবি: ফয়সাল আহমেদ
-
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। ছবি: ফয়সাল আহমেদ
-
কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে ছিল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সরব অবস্থান। ছবি: ফয়সাল আহমেদ
-
সবার হাতে ছোট ছোট লাঠি ও বাঁশি। সেসব দিয়েই সিগন্যালের কাজ করছেন তারা। ছবি: ফয়সাল আহমেদ
-
ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অনেকে গণসচেতনতা বৃদ্ধির জন্যও কাজ করছেন। ছবি: ফয়সাল আহমেদ