আজকের আলোচিত ছবি: ১০ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। ছবি: জিতু কবীর
-
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। ছবি: নাহিদ সাব্বির
-
দুপুরের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান বিচারপতির কী করা উচিত এটা উনার বিবেচনার ওপর ছেড়ে দিলাম। ছবি: মাসুদ রানা
-
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টনের পর শিল্প মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: নাজমুল হোসেন বাপ্পি
-
রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার সকালে নগরীর বুলনপুর, কোর্ট এলাকায় অভিযান চালায় তারা। এসময় লুটের প্রায় ৩০ শতাংশ মালামাল উদ্ধার করা হয়। ছবি: সাখাওয়াত হোসেন
-
বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পোশাক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও কর্মবিরতি শুরু করেছেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। ছবি: সাখাওয়াত হোসেন
-
অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আল-মামুন সাগর
-
সেনাবাহিনীর সহায়তায় বরিশালে স্বল্প পরিসরে মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। ছবি: শাওন খান
-
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ। গাজা সিটির দারাজ এলাকায় অবস্থিত ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা ফিলিস্তিনিরা। ছবি: এএফপি