গ্রাফিতি আঁকতে ব্যস্ত শিক্ষার্থীরা
দিনাজপুরে পলিটেনিকেল মোড় থেকে লিলির মোড় পর্যন্ত রাস্তায় এখনো পোড়া এবং টিয়ারশেলের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। এরই মধ্য কোমলমতি শিক্ষার্থীদের কিছু কাজ হৃদয়ে নাড়া দিয়েছে। তারা ক্ষোভ থেকে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছে।
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের সময় তারাই লিখেছিল এসব স্লোগান, এখন মুছে দিচ্ছে। তাদের দাবী পূরণ হয়েছে। তাই এসব লেখার এখন আর প্রয়োজন নেই। ছবি: এমদাদুল হক মিলন
-
পলিটেকনিকেল মোড় থেকে লিলির মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দেয়াল লিখন মুছে সেখানে আঁকা শুরু হয়েছে গ্রাফিতি। ছবি: এমদাদুল হক মিলন
-
আন্দোলনের সময় লেখা বিভিন্ন স্লোগান মুছে দিচ্ছেন তারা। ছবি: এমদাদুল হক মিলন
-
দলবেঁধে দেওয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: এমদাদুল হক মিলন
-
দিনাজপুরের পলিটেনিকেল মোড় থেকে লিলির মোড় ছাড়াও বিভিন্ন এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড। ছবি: এমদাদুল হক মিলন
-
রাস্তা, দেওয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়ির গেটে তারা বিভিন্ন রংয়ের লেখা মুছে ফেলছেন। আঁকছেন গ্রাফিতি। যেখানে স্থান পাচ্ছে আন্দোলনের বিভিন্ন চিত্র। ছবি: এমদাদুল হক মিলন
-
সাধারণ মানুষও তাদের এসব কাজকে উৎসাহিত করছেন। ছবি: এমদাদুল হক মিলন