বিএসএমএমইউতে আগুন
এক দফা দাবীতে আন্দোলনরত শিক্ষার্থী ও সমর্থকদের সঙ্গে শাহবাগে আওয়ামী লীগের কিছু সদস্যের মধ্যে ধাওয়া পালটা-ধাওয়া হয়। এই ঘটনার এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পার্কিং করে রাখা কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
-
জানা যায়, এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আবদুল্লাহ আল মামুন
-
আজ বেলা ১১টা ২০ মিনিটে এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক ও দুই নম্বর গেটে এ ঘটনা ঘটে। ছবি: আবদুলাহ আল মামুন
-
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ শাহবাগ থেকে ছাত্রলীগ পিছু হটে বিএসএমএমইউ ডুকে যায়। এ সময় তারা শিক্ষার্থীদের ইট পাটকেল ছুড়ে বিএসএমএমইউর ভেতর থেকে। এরপর আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে আওয়ামী লীগের সদস্যরা। এক পর্যায়ে প্রতিষ্ঠানে থাকা মোটরসাইকেল ও বাসে আগুন দেওয়া হয়। ছবি: আবদুলাহ আল মামুন
-
তবে আন্দোলনকারীদের দাবী ভেতরে থাকা আওয়ামী লীগের সদস্যরা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে নিজেরাই এ কাজ করেছেন। ছবি: আবদুলাহ আল মামুন