সিরাজগঞ্জে থানা ভাঙচুর, গাড়িতে আগুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
-
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা থানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা রেকার ও থানার কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছবি: এম এ মালেক
-
আজ দুপুর ১২টার দিকে আন্দোলনকারী ছাত্ররা হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালায়। ছবি: এম এ মালেক
-
একই সঙ্গে কয়েক শতাধিক শিক্ষার্থী বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়ক অবরোধ করে দেয়। হামলাকারীরা হাইওয়ে থানার সীমানা প্রাচীরের ভেতর থাকা হাইওয়ে থানার রেকার (বিকল গাড়ি সরানোর গাড়ি) ও টহলের কাজে ব্যবহৃত পুলিশ ভ্যানে আগুন দেয়। ছবি: এম এ মালেক
-
এর আগে, বেলা ১১টা দিকে আন্দোলনরত ছাত্ররা হাটিকুমরুল গোল চত্বর মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী ও সমর্থকরা কিছুটা অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর ছাত্ররা লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হাইওয়ে থানায় যায়। এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ছবি: এম এ মালেক