আজ একটি বাসও পার হয়নি বঙ্গবন্ধু সেতু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন ৪ আগস্ট ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়নি একটি বাসও। সেতু কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
-
বাস না চললেও মহাসড়কে চলাচল করছে যতসামান্য পণ্যবাহী ট্রাক, পিকআপ ও তিন চাকার গণপরিবহন। ছবি: আরিফ উর রহমান টগর
-
রোববার ভোর থেকে প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা, ঘারিন্দা ও আশেকপুর বাইপাস এলাকা। এছাড়া বন্ধ রয়েছে শহরের মার্কেটসহ সব দোকানপাট। ছবি: আরিফ উর রহমান টগর
-
বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা, ঘারিন্দা ও আশেকপুর বাইপাস এলাকায় পণ্যবাহী কিছু ট্রাক ও পিকআপ চলাচল করলেও দেখা যায়নি মাইক্রোবাস বা প্রাইভেটকারের মতো কোনো ব্যক্তিগত পরিবহন। ছবি: আরিফ উর রহমান টগর
-
তিন চাকার কিছু গণপরিবহন চলাচল করলেও নেই দূরপাল্লার কোনো বাস। এর ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অপেক্ষমাণ কিছু যাত্রীরা। ছবি: আরিফ উর রহমান টগর