সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের ঢল
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ফলে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
-
আজ দুপুর ১টা ৫০ মিনিটে সরেজমিনে সায়েন্সল্যাব মোড় এলাকায় দেখা যায় শিক্ষার্থীরা সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
এর আগে দুপুর ১২টা ২০মিনিটের দিকে সায়েন্সল্যাবে মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি শেষে শহীদ মিনারের দিকে যাচ্ছেন তারা। ছবি: নাহিদ সাব্বির
-
আন্দোলনরত শিক্ষার্থীদের এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। ছবি: নাহিদ সাব্বির
-
এদিকে, সায়েন্সল্যাব মোড়ের পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ছবি: নাহিদ সাব্বির