মিরসরাইয়ে পানিবন্দি ৩ হাজার পরিবার
চট্টগ্রামের মিরসরাইয়ে টানা দুদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার।
-
কাজ না থাকায় কষ্টে রয়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঢলের স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক। ছবি: এম মাঈন উদ্দিন
-
ক্ষতি হয়েছে রোপা আমন ও সবজি ক্ষেতের। অনেক মৎস্য প্রকল্প থেকে মাছ ভেসে গেছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
জানা গেছে, টানা দুই দিনের বৃষ্টিতে মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলী, বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভার নিম্নাঞ্চল, জোরারগঞ্জ, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিঠানালা, খৈয়াছড়া, ওসমানপুর, সরকারতালুক, খিলমুরারী ও ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
পানিবন্দি হয়ে আছে ফেনাফুনী, ওসমানপুরের মরগাং, চিনকীআস্তান, সরকারতালুক, মাইজগাঁও, খাজুরিয়া, ইছাখালী ভূঁইয়া গ্রাম ও খিলমুরালী গ্রামের তিন সহস্রাধিক পরিবার। ছবি: এম মাঈন উদ্দিন
-
পানিতে ডুবে আছে বসতবাড়ি। ছবি: এম মাঈন উদ্দিন
-
পানি উঠায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবাও। ছবি: এম মাঈন উদ্দিন