আজকের আলোচিত ছবি: ০২ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। আজ বিকেল সাড়ে ৩টায় দ্রোহযাত্রার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে জড়ো হন। ছবি: জাগো নিউজ
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বিকেল পৌনে ৪টার দিকে নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে এমন চিত্র দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তারা মসজিদের উত্তর গেটের ভেতরে এবং সামনের রাস্তায় অবস্থান নেন। ছবি: জাগো নিউজ
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন চিকিৎসকেরা। এসময় শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা। আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে একাত্মতা ঘোষণা করেন চিকিৎসকেরা। ছবি: জাগো নিউজ
-
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ বেলা ১১টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
দেশব্যাপী আটক ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ