আজকের আলোচিত ছবি: ০১ আগস্ট ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আজ বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। ছবি: পিআইডি
-
আজ সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে সমকালীন বিষয়ে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতের ক্ষতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। ছবি: মাসুদ রানা
-
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার সংক্রান্ত ফাইল ভেটিং (বাংলাদেশের মতামত) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরত পাঠানো হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। ছবি: মাসুদ রানা
-
ছয়দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। ফাইল ছবি
-
কোটাবিরোধী আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। ছবি: জাহাঙ্গীর আলম
-
কোটা সংস্কার আন্দোলনে আটক সব শিক্ষার্থীর মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনের জন্য এসেছেন বিশিষ্ট নাগরিকরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ কর্মসূচির সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৪’ কর্মসূচির উদ্বোধন করেছেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আন্তঃনগর কোনো ট্রেন চালু হয়নি। ছবি: এমদাদুল হক মিলন
-
ভোলায় বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি: এ এইচ শামীম
-
টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বাড়ায় সাতক্ষীরার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগর উপজেলার গাবুরার অংশে এ ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। ছবি: আহসানুর রহমান রাজীব
-
পঞ্চগড়ে নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা শহরের শেরে বাংলা পার্ক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। ছবি: সফিকুল আলম
-
লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: কাজল কায়েস
-
ইরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।