ফসলি জমিতে নির্মাণ হচ্ছে ইটভাটা
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৭ জুলাই ২০২৪
আপডেট: ১১:২৬ এএম, ২৭ জুলাই ২০২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে নির্মাণ হচ্ছে ইটভাটা। আলমডাঙ্গার কেকৈ কাশদহ গ্রামে মো. শফিকুল আজম চুন্নু ভাটাটি নির্মাণ করছেন।
-
প্রায় দুই মাস ধরে আলমডাঙ্গা হান্নানের মোড় থেকে এলজিইডির সড়কের দক্ষিণপাশে ভাটার নির্মাণ কাজ চলছে। ছবি: এ এইচ শামীম
-
ইট পোড়ানোর ছোট ছোট ঘর ও চিমনি বসানো হচ্ছে। ছবি: এ এইচ শামীম
-
এলাকাবাসীর মতে এই ভাটাটি চালু হলে ফসলি জমির অস্তিত্ব থাকবে না। এছাড়া ওই এলাকার পরিবেশ নষ্ট হবে এবং এলাকার শতাধিক পরিবার সংকটে পড়বে। ছবি: এ এইচ শামীম
-
ফসলি জমিতে ভাটা নির্মাণ অবৈধ দাবি করে এ বিষয়ে ব্যবস্থা নিতে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রশাসন এবং পরিবেশসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন ওই এলাকার বাসিন্দারা। ছবি: এ এইচ শামীম