আজকের আলোচিত ছবি: ২৬ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াত এবং তাদের দোসরদের। এ দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে তারা। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
আন্দোলনে ছাত্রনেতাদের মধ্যে দেশবিরোধী অপশক্তি জঙ্গিগোষ্ঠীর কোন এজেন্ট ঢুকেছে কিনা সেটি খোঁজ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে গত ১৯ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ৷যেসব যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরে কারফিউ শিথিল থাকায় শহর ও বিভিন্ন রুটে যানবাহনের চাপ বেড়েছে। খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: এন কে বি নয়ন
-
পূর্ণিমা ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আরও দুইটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: শাওন খান
-
কোটা সংস্কার আন্দোলন ও কারফিউয়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের শুঁটকি আড়তের ব্যবসায়ীরা। বেচা-কেনা একেবারে নেই বললেই চললে। ছবি: ইব্রাহিম সুজন
-
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে, ফ্রান্সের উচ্চ-গতির রেল অবকাঠামোয় (টিজিভি) একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একপ্রকার অচলই হয়ে গেছে দেশটির রেল যোগাযোগ। ছবি: এএফপি