বাজারে বেড়েছে মাছের সরবরাহ
কারফিউ শিথিল হওয়ায় ধীরে ধীরে জনজীবনের পাশাপাশি সচল হচ্ছে যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের পণ্য সরবরাহ নির্বিঘ্ন হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।
-
কোটা আন্দোলন ঘিরে পণ্য সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় দামও বেড়ে গিয়েছিল। আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছের দাম কেজিপ্রতি ৫০-১০০ টাকা পর্যন্ত কমেছে, যা গত সপ্তাহেই বেড়েছিল। ছবি: মাহবুব আলম
-
প্রতিদিন ভোর থেকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের মাছের আড়তে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকার মাছ বিক্রেতারা পাইকারি দামে মাছ কিনতে আসেন। ছবি: মাহবুব আলম
-
মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের মাছের আড়ত থেকে মাছ কিনে নিচ্ছেন পাইকাররা। ছবি: মাহবুব আলম
-
পাইকারদের পাশাপাশি বাজারে ছিল সাধারণ ক্রেতাদের ভিড়। ছবি: মাহবুব আলম
-
বাজারে নদীর চিংড়ি বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। এছাড়া সুন্দরবনের নদীর ছোট চিংড়ির কেজি ৭০০ টাকা। ছবি: মাহবুব আলম
-
তাজা পাঙ্গাশ। ছবি: মাহবুব আলম
-
রুই-কাতলা মাছের সাথে বাজারে পাওয়া যাচ্ছে দেশি মাছও। তাজা কই মাছ। ছবি: মাহবুব আলম
-
১০-১২ কেজি ওজনের বড় কাতল ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ ৩৮০-৪০০ টাকায়, বোয়াল মাছ ৪০০-৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
দুই কেজির বেশি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজিতে। ছবি: মাহবুব আলম