আজকের আলোচিত ছবি: ২৪ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: মাসুদ রানা
-
সহিংসতা ঠেকাতে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক হারুন অর রশিদ। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
টানা তিনদিন বন্ধ থাকার পর আজ খুলেছে পোশাক কারখানা। ফলে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কারখানায়। ছবি: মো. আমিনুল ইসলাম
-
নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে সাগরে যাচ্ছেন জেলেরা। আজ ভোর থেকে মাছ ধরার নৌকা, জাল, ও শিকারের অন্যান্য সরঞ্জাম নিয়ে সাগরে ছুটছেন জেলেরা। ছবি: জুয়েল সাহা বিকাশ