আজকের আলোচিত ছবি: ১৮ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় সংসদের ট্যানেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
ইন্টারনেটের ধীরগতি ও বন্ধ হওয়া প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট- সবকিছু মিলিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা কষ্ট হতে পারে। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতা করবেন।’ ছবি: পিআইডি
-
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সকাল থেকে উত্তপ্ত ঢাকা। ছবি: মাহবুব আলম
-
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রেন আটকে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এসকে রাসেল
-
কোটা সংস্কার ও সারাদেশে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মুনজুরুল ইসলাম নাহিদ
-
টাঙ্গাইলে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। ছবি: আরিফ উর রহমান টগর
-
কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছবি: জহিদ পাটোয়ারি
-
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড কাশির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।