হল ছাড়ছেন শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
-
সকালে রোকেয়া হলের ভেতরে মিছিল করেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত কয়েকজন ছাত্রী। তারা হল ত্যাগ না করার ঘোষণা দেন। ছবি: মাহবুব আলম
-
তবে বেলা ১১টার দিকে ১০-১২ জন ছাত্রীকে হল ছাড়তে দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
এছাড়া আতঙ্কিত হয়ে বেশকিছু শিক্ষার্থী সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন। ছবি: মাহবুব আলম
-
অনেক শিক্ষার্থী গ্রামের বাড়ি চলে যাচ্ছেন, আবার অনেকে ঢাকায় আত্মীয়র বাড়ি যাচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় হলেরও একই চিত্র। ছবি: মাহবুব আলম
-
প্রাণনাশের শঙ্কায় আছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম