তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছে শিয়া সম্প্রদায়ের লোকেরা।
-
আজ সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। ছবি: মাহবুব আলম
-
শোক মিছিলটি লালবাগ, আজিমপুর নিউমার্কেট হয়ে ধানমন্ডি-২ এ গিয়ে শেষ হবে। ছবি: মাহবুব আলম
-
চোখে শুরমা, মুখে মার্সিয়া (শোকের স্লোগান) গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নিয়েছেন রাজধানীসহ আশপাশের শিয়া মুসলমানরা। ছবি: মাহবুব আলম
-
বড়দের পাশাপাশি ছোটরাও মিছিলে অংশ নিয়েছে। ছবি: মাহবুব আলম
-
এছাড়া ঢাকার আশপাশ থেকে অনেক ভক্তরাও মিছিলে অংশ নিয়েছেন। ছবি: মাহবুব আলম
-
সন্তানকে কোলে নিয়ে মিছিলে অংশ নিয়েছেন বাবা। ছবি: মাহবুব আলম
-
তাজিয়া মিছিলে অংশ নেওয়া প্রায় সব তরুণদের হাতেই ছিল কালো কাপড় দিয়ে মোড়া বাঁশের লাঠি। লাঠির অগ্রভাবে তরবারিসহ নানা প্রতীক ও পতাকা। ছবি: মাহবুব আলম
-
মিছিলে অংশ নেওয়া শত শত মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা ডান হাত বুকে চাপিয়ে মাতম করছেন। ছবি: মাহবুব আলম