থমকে আছে রাজধানী
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৪
আপডেট: ০১:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন একাধিক কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
-
সড়ক অবরোধের ফলে রাজধানীর অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
সকাল থেকে প্রায় ১৪টি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত কয়েক হাজার শিক্ষার্থীরা সড়কে নেমে আন্দোলন করছেন। এরমধ্যে রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, বন্ধ করো অত্যাচার ফিরিয়ে দাও অধিকার, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, 'কোটা না মেধা, মেধা মেধা, লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়