স্লোগানে মুখর টিএসসি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
-
আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত টিএসসি। ছবি: মাহবুব আলম
-
‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারোর বাপের না’-প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’,-স্লোগান দিচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। ছবি: মাহবুব আলম
-
কোটার যৌক্তিক সংস্কার আদায় না করে রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম