আজকের আলোচিত ছবি: ১৩ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে, ঘটনাটি অন্যদিকে ধাবিত করারও চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রাজধানীর মতিঝিলে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। ছবি: জাগাঙ্গীর আলম
-
শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সফিকুল আলম
-
নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: ইব্রাহিম সুজন
-
দম ফেলবার ফুরসত নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকার নৌকার কারিগরদের। হাতুড়ি-বাটালের ঠুকঠাক শব্দে মুখর হয়ে উঠছে নৌকার হাটগুলো। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরে গত কয়েক বছর পাট চাষে লাভের মুখ দেখলেও এবার দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ছবি: এন কে বি নয়ন
-
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এসময় হামলায় ২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আরাফাত রায়হান সাকিব