বেড়িবাঁধ চান পদ্মাপাড়ের বাসিন্দারা
সর্বনাশা পদ্মার করাল গ্রাসে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পদ্মাপাড়ের বাসিন্দা। এমনকি হারিয়েছেন মাথাগোঁজার ঠাঁইটুকুও। কেউ থাকছেন ভাড়াবাসায় আবার কেউবা ঘুরছেন পথে পথে।
-
সম্প্রতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে পদ্মার পানি। ফলে নতুন করে তীব্র ভাঙন দেখা দিয়েছে পদ্মাপাড়ে। এতে দুশ্চিন্তায় আছেন সেখানকার বাসিন্দারা। ছবি: বিধান মজুমদার অনি
-
জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাথালিয়াকান্দি এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। বছরের পর বছর পদ্মার তাণ্ডবে বিলীন হচ্ছে হাজারো বাড়িঘর। শুধু গত ২ বছরের মধ্যে নদীগর্ভে চলে গেছে গ্রামটির ১ কিলোমিটার অংশ। ছবি: বিধান মজুমদার অনি
-
এক সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধিতে ওই এলাকায় ফের ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর। এছাড়াও নতুন করে ভাঙনের আতঙ্কে রয়েছে পাথালিয়াকান্দি এলাকার আরও শতাধিক পরিবার। ছবি: বিধান মজুমদার অনি
-
ভাঙন ঠেকাতে এরইমধ্যে কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত ১ কিলোমিটার অংশ জুড়ে ২৫ হাজার জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। ছবি: বিধান মজুমদার অনি
-
তবে এই সাময়িক প্রচেষ্টায় কমেছে না স্থানীয়দের আতঙ্ক। তারা চান স্থায়ী সমাধান। ছবি: বিধান মজুমদার অনি
-
পদ্মার ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ চান পাথালিয়াকান্দির বাসিন্দারা। ছবি: বিধান মজুমদার অনি