বিপাকে কুড়িগ্রামের বানভাসিরা
কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি গত দু’দিন ধরে কিছুটা কমে আবারো বাড়তে শুরু করেছে। ফলে জেলার ৯ উপজেলার ৫৫ ইউনিয়নের প্রায় দুই লাখ পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে।
-
শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর গবাদিপশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে চরম আকারে। জেলা প্রশাসন থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকলেও গো-খাদ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন বানভাসিরা। ছবি: ফজলুল করিম ফারাজী
-
চারপাশ ডুবে আছে বন্যার পানিতে। উঁচু স্থানে বেঁধে রাখা হয়ে বাড়ির গবাদি পশুগুলোকে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
পানিতে নিমজ্জিত রাস্তাঘাট। ছবি: ফজলুল করিম ফারাজী
-
১০ দিন ধরে জেলার দুই লাখ পানিবন্দি মানুষের দুর্ভোগের শেষ নেই। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কয়েকদিনের বন্যায় নাগেশ্বরী উপজেলার ২টি বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
চর, দ্বীপ চর ও নিম্নাঞ্চলের মানুষের ঘরে চাল ডাল থাকার পরও রান্না করে খেতে পারছেন না। ফলে খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে আছেন বানভাসি মানুষগুলো। ছবি: ফজলুল করিম ফারাজী
-
ঘরবাড়ি হারিয়ে অনেকেই রাত কাটাচ্ছেন নৌকায়। ছবি: ফজলুল করিম ফারাজী