আজকের আলোচিত ছবি: ১০ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা, লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে আজ গ্রেট হল অব দ্য পিপলের হলরুমে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের ওপর বসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: ইয়াসির আরাফাত
-
শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের কারণে রাজধানীর বেশিরভাগ এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। এ সুযোগ কাজে লাগিয়ে স্বল্প দূরত্বেও বেশি ভাড়া নিচ্ছেন রিকশাচালকরা। ছবি: হাসান আলী
-
রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল বন্ধ থাকায় হেঁটেই গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। ছবি: রায়হান আহমেদ
-
শিক্ষার্থীদের অবরোধের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় মেট্রোরেলে করেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ যাত্রীরা। ফলে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবি: রায়হান আহমেদ
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চতুর্থ দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষির্থীরা। এতে মহাসড়কের দুই লেনেই যানবাহন চলচলা বন্ধ হয়ে গেছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি খাস জায়গা দখল করে খালের শ্রেণি পাল্টে মাছচাষ করায় বিপাকে পড়েছে প্রায় ৩০০ পরিবার। ছবি: এম মাঈন উদ্দিন
-
টাঙ্গাইলে চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছবি: আরিফ উর রহমান টগর
-
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ-পালা ভেঙে পড়েছে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি: এএফপি