বেইজিংয়ে প্রধানমন্ত্রী
চারদিনের পূর্ণ দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎপর্যপূর্ণ এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।
-
বেইজিংয়ে প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপাক্ষিক মিটিংরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন। ছবি: ইয়াসিন কবির জয়
-
চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা-বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনের স্থির চিত্র। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে ২০টি সমঝোতা স্মারক সই হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ-চীন ২০টি সমঝোতা স্মারক হস্তান্তর। ছবি: ইয়াসিন কবির জয়