কোটা বাতিলের আন্দোলনে শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
-
এ সময়- ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’-সহ শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সাইন্সল্যাব মোড়। ছবি: নাহিদ হাসান
-
এছাড়া ৮ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি মিরপুর সড়কের সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড়ের দিকে চলে যায়। ছবি: নাহিদ হাসান
-
শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে ধানমন্ডি-মিরপুর সড়কে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ নগরবাসী। ছবি: নাহিদ হাসান
-
অন্যদিকে, দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: হাসান আলী