চরম বিপাকে টাঙ্গাইলের পানিবন্দিরা
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ জুলাই ২০২৪
আপডেট: ০৩:০০ পিএম, ০৮ জুলাই ২০২৪
বন্যার পানিতে টাঙ্গাইলের চরাঞ্চলে ৩৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, আবার কোথাও অবনতি হয়েছে।
-
বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, হাট-বাজার ও ফসলি জমি। ছবি: আরিফ উর রহমান টগর
-
বন্যার কারণে রাস্তাঘাটের বেহাল দশা। ছবি: আরিফ উর রহমান টগর
-
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঝিনাই এবং ব্রক্ষপুত্র-যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর
-
ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে, ব্রক্ষপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: আরিফ উর রহমান টগর