রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
-
৮ জুলাই দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচে রেলপথে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। ছবি: মনির হোসেন মাহিন
-
এসময় ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’-এমন সব স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ছবি: মনির হোসেন মাহিন
-
রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মনির হোসেন মাহিন
-
এর আগে বেলা ১১টার দিকে সব হল থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে এক বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, মেয়েদের হল ও ছেলেদের হল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেললাইনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। ছবি: মনির হোসেন মাহিন
-
এসময় রাজশাহী শহরের ভদ্রা থেকে খড়খড়ি বাইপাসের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ছবি: মনির হোসেন মাহিন
-
কোটা সংস্কার না হওয়া পর্যন্ত সারাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে তাদের আন্দোলনও চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: মনির হোসেন মাহিন