আজকের আলোচিত ছবি: ০৫ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করে সেতু বিভাগ। মাওয়া প্রান্তের থানা সংলগ্ন এ মাঠেই পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। উদ্বোধনের দুই বছর পর সমাপনী অনুষ্ঠান করা হয়। ছবি: ইয়াছিন কবির জয়
-
ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার পাঁচ উপজেলার ৩৪ ইউনিয়নের এক হাজার ২৭৬টি পরিবারের প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ছবি: এমএ মালেক
-
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাইটেক কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত ‘ফুড অ্যান্ড ড্রিংকস মালয়েশিয়া বাই সিয়াল’ মেলার সমাপনী দিনে বাংলাদেশি পণ্যের স্টল পরিদর্শন করেন সেদেশে বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: পিআইডি
-
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ছবি: এএফপি
-
এমিলিয়ানো মার্টিনেজ প্রতি ম্যাচেই টাইব্রেকারে যমদূত হিসেবে আবির্ভূত হন প্রতিপক্ষের ফুটবলারদের সামনে। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের খেলোয়াড়দের জন্যও সেটি হলেন। শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমতায় ফিরলেও টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে ৪-২ ব্যবধানে জিতলো আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশসহ বিশ্বজুড়ে ঝড় তুলে এবার কলকাতায় ঝড় তুলছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। কলকাতা শহরের ব্যস্ততম মোড় থেকে অলিগলি, কলকাতার মেট্রো স্টেশনের দেওয়ালে সবখানে শোভা পাচ্ছে তুফান সিনেমার পোস্টার ও বিলবোর্ড। ছবি: ধৃমল দত্ত