আজকের আলোচিত ছবি: ০৪ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত কিআও সো ময়ে। ছবি: পিআইডি
-
আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার বিন আব্দুল করিম আল বুলুশি। ছবি: ইয়াসিন কবির জয়
-
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্টিয়াগা ওচোয়া ডি শিঞ্চেত্রু। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকার মহাখালীতে আইসিডিডিআরবি সাসাকাওয়া অডিটোরিয়ামে ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা.সামন্ত লাল সেন। ছবি: পিআইডি
-
বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: সাইদ শিপন
-
চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন এবং আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: মাসুদ রানা
-
সচেতনতা বাড়াতে জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যকে নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: হাসান আদিব
-
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ‘ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
-
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: মো. নাসিম উদ্দিন
-
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট চলছে। স্থানীয় সময় ৪ জুলাই ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত