পানিবন্দি গাইবান্ধার কয়েক হাজার মানুষ
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় সব নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
-
বেড়েছে তিস্তা, যমুনা ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি। এছাড়া গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: এ এইচ শামীম
-
পানি বাড়ায় সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এরান্ডাবাড়ি , ফুলছড়ি ও ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর ইউনিয়ন ও সাঘাটা উপজেলা ভরতখালী ও হলদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি: এ এইচ শামীম
-
অন্যদিকে নদীতে পানি বাড়ায় নতুন করে সদরের মোল্লার চর ও ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। ছবি: এ এইচ শামীম
-
পানি বাড়ার কারণে জেলার চরাঞ্চলের রাস্তাঘাটসহ বাড়িঘর ডুবে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছবি: এ এইচ শামীম
-
গৃহপালিত প্রাণী নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন পানিবন্দি মানুষরা। ছবি: এ এইচ শামীম