বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
-
আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
-
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: মনির হোসেন মাহিন
-
এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশে করেন তারা। ছবি: মনির হোসেন মাহিন
-
আন্দোলনের সময় বৃষ্টি আসার পরেও থামেনি তাদের কর্মসূচি। ছবি: মনির হোসেন মাহিন
-
‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’; ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’; ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’; এমন স্লোগান দিতে দেখা যায় তাদের। ছবি: মনির হোসেন মাহিন
-
কোটা সংস্কার না করে ঘরে ফিরবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: মনির হোসেন মাহিন