মিরসরাইয়ে পানিবন্দি মানুষের দুর্বিষহ জীবন
টানা পাঁচদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
-
পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সহস্রাধিক পরিবার। কাজ না থাকায় কষ্টে রয়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। ছবি: এম মাঈন উদ্দিন
-
পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক। ছবি: এম মাঈন উদ্দিন
-
এছাড়া দীর্ঘদিন ধরে খাল সংস্কার না থাকায় ও অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিমজ্জিত রয়েছে রোপা আমন ও সবজি ক্ষেত। ছবি: এম মাঈন উদ্দিন
-
পানিবন্দি হয়ে আছে ফেনাফুনী, ওসমানপুরের মরগাং, চিনকীআস্তানা ও খিলমুরালী গ্রামের সহস্রাধিক পরিবার। ছবি: এম মাঈন উদ্দিন
-
রাস্তাঘাটের বেহাল দশা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ভেঙে পড়েছে সেতু। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ছবি: এম মাঈন উদ্দিন
-
কোমর পরিমাণ পানি হওয়ায় মানুষের চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: এম মাঈন উদ্দিন