ভাসমান লেবুর হাট
চলতি মৌসুমে জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান লেবুর হাট।
-
প্রতিদিন এই ভাসমান হাটে কয়েক লাখ টাকার লেবু কেনাবেচা হয়। পাইকাররা নৌকা থেকে লেবু কিনে গাড়িতে করে বরিশাল আড়তে নিয়ে বিক্রি করেন। ছবি: মো. আতিকুর রহমান
-
জানা যায়, ঝালকাঠির ২২টি গ্রামের ৯২ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয় সুগন্ধি কাগজি লেবু। বাজারে বিভিন্ন জাতের লেবু বারো মাস পাওয়া গেলেও মৌসুমি এ কাগজি লেবুর চাহিদাই বেশি। ছবি: মো. আতিকুর রহমান
-
এসব লেবু গ্রামীণ হাট-বাজারে বিক্রি হলেও মূল মোকাম ভিমরুলী। ছবি: মো. আতিকুর রহমান
-
বাউকাঠি, শতদলকাঠি, ভিমরুলী, কাফুরকাঠি, আটঘর, গাভারামচন্দ্রপুর, পোষণ্ডা, ডুমুরিয়া, খেজুরা, কীর্তিপাশা, মিরাকাঠিসহ ২২টি গ্রাম এখন লেবুর ঘ্রাণে মাতোয়ারা। ছবি: মো. আতিকুর রহমান
-
প্রতিদিন এসব গ্রামের কৃষকেরা গাছ থেকে লেবু সংগ্রহ করে নৌকায় ভিমরুলী বাজারে নিয়ে আসেন। পাইকাররা ট্রলারে বসেই নৌকা থেকে লেবু কিনে নিয়ে যান। ছবি: মো. আতিকুর রহমান