ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ জুলাই ২০২৪
আপডেট: ০২:৫৩ পিএম, ০২ জুলাই ২০২৪
পদ্মা নদীর পানি বাড়তে শুরু করায় ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।
-
গত এক সপ্তাহের ভাঙনে ৭ নম্বর ঘাট এলাকায় প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ছবি: রুবেলুর রহমান
-
টিউবওয়েল, রান্নার চুলা, টয়লেট নদীতে বিলীন হওয়ায় বিপাকে পড়েছেন অনেক পরিবার। ছবি: রুবেলুর রহমান
-
ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের পাশাপাশি ঘাট সংলগ্ন প্রায় ৩ শতাধিক পরিবার। ছবি: রুবেলুর রহমান
-
শুধু ফেরিঘাট আর বসতবাড়িই নয়, ভাঙন ঝুঁকিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। ছবি: রুবেলুর রহমান
-
ভাঙন আতঙ্কে দিন পার করছেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা পারের বাসিন্দারা। ছবি: রুবেলুর রহমান
-
স্থানীয়দের অভিযোগ, দ্রুত জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলার কাজ শুরু না হলে তাদের বসতবাড়ির পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে যাবে ফেরি ঘাট। ছবি: রুবেলুর রহমান