আজকের আলোচিত ছবি: ০১ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে নবনিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতরা পৃথক পরিচয়পত্র পেশ করেন। ছবি: পিআইডি
-
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ২৮ মে ২০২৪ তারিখে জাপানের নাগাসাকি পীস পার্কে শান্তি-স্মৃতিস্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়র সুজুকি শিরোর বাংলাদেশ দেওয়া প্রশংসা পত্রটি তুলে দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ফেনীর কালিদাস পাহালিয়া নদীর ওপর প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি সেতু। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
জয়পুরহাটে গরুর লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) প্রাদুর্ভাব বেড়েছে। এ জেলার পাঁচটি উপজেলার প্রায় প্রতিটি গ্রামের খামার ও গৃহস্থের গরুতে দেখা দিয়েছে এ রোগ। ছবি: জাগো নিউজ
-
সিলেটে দুই দফা বন্যার রেশ কাটিয়ে ওঠার আগেই ভারী বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। ছবি: আহমেদ জামিল