আজকের আলোচিত ছবি: ৩০ জুন ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান সংক্রান্ত বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: পিআইডি
-
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সাথে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। ছবি: পিআইডি
-
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এদিন পরীক্ষায় অনুপস্থিত প্রায় ১০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ছবি: বিপ্লব দীক্ষিত
-
অনলাইনে টিকিট নেই অথচ বিমানের আসন ফাঁকা—এই সমস্যা সমাধানে শিগগির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞা। ছবি: মুসা আহমেদ
-
সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটাসহ সব নদ নদীর পানি। ইতিমধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: লিপসন আহমেদ
-
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় চার শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে রাশিয়া। ছবি: এএফপি