স্বস্তির বৃষ্টি যখন দুর্ভোগের কারণ
আজ সকালে প্রায় দেড় ঘণ্টার মতো ধরে চলা বৃষ্টি নগরজীবনে স্বস্তি দিলেও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করেছে।
-
জলজটের কারণে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: রায়হান আহমেদ
-
বৃষ্টির তীব্রতায় ছাতা থাকা স্বত্বেও ভিজতে হয়েছে অনেক পথচারীকে। ছবি: রায়হান আহমেদ
-
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরের অলিগলিসহ প্রধান সড়কও। ছবি: রায়হান আহমেদ
-
পানি মাড়িয়েই চলাচল করছে যানবাহন। ছবি: রায়হান আহমেদ
-
রিকশা না পেয়ে বাধ্য হয়ে পানি মাড়িয়ে চলাচল করছেন তারা। ছবি: রায়হান আহমেদ
-
কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ছবি: রায়হান আহমেদ
-
সড়কে জমে থাকা পানি মাড়িয়েই সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছেন মা। ছবি: রায়হান আহমেদ
-
বৃষ্টিতে সিদ্ধেশ্বরী এলাকার সড়কে জলাবদ্ধতা। ছবি: রায়হান আহমেদ
-
হাঁটু পানি মাড়িয়েই চলাচল করছেন পথচারীরা। ছবি: মাহবুব আলম
-
সব প্রতিকূলতাকে জয় করেই জীবিকার সন্ধানে তাদের এগিয়ে চলতে হয়। ছবি: মাহবুব আলম
-
সড়কে জমে থাকা বৃষ্টির পানি আর যানজটে অতিষ্ঠ নগরবাসীর জীবন। ছবি: মাহবুব আলম
-
পানিতে তলিয়ে আছে সিএনজিচালিত অটোরিকশার একাংশ। ছবি: মাহবুব আলম