বিমানবন্দরে চালু হলো শাটল বাস সার্ভিস
যাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস সার্ভিস সেবা চালু করা হয়েছে। আজ বেলা ১১টায় শাটল বাসে উদ্বোধন করেন সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।
-
লাল ফিতা কেটে বিমানবন্দরে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্ভোধন করেছেন ওবায়দুল কাদের। ছবি: মাহবুব আলম
-
উদ্ভোধনের সময় বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ছবি: মাহবুব আলম
-
জানা গেছে, বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে বিআরটিসির শাটল বাস সার্ভিস সেবা চালু করা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই, প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার ব্যবস্থা রয়েছে। ছবি: মাহবুব আলম
-
বাসের ভেতরের চিত্র। ছবি: মাহবুব আলম