ঘরে ফিরছে বানভাসি মানুষ
সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে গেছে। এরইমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে ছোট নৌকা নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসি মানুষ।
-
লন্ডভন্ড রাস্তাঘাট ও ঘরবাড়ি দেখে বানভাসি মানুষের আহাজারি শুরু হয়েছে। চারপাশে কেবলই ধ্বংসস্তূপ। ছবি: লিপসন আহমেদ
-
এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে অথবা বিভিন্ন বাঁধে খোলা আকাশের নিচে বসবাস করছে। ছবি: লিপসন আহমেদ
-
বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। ছবি: লিপসন আহমেদ
-
জেলার সাত উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দি থাকার পর এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন। গত কয়েক দিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না হওয়ায় বন্যার পানি বাড়িঘর থেকে নেমে গেছে। জেগে উঠেছে বানের জলে তলিয়ে যাওয়া সড়কগুলোও। ছবি: লিপসন আহমেদ
-
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন বানভাসিরা। ছবি: লিপসন আহমেদ
-
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল সেটা এরইমধ্যে স্বাভাবিক হয়েছে। সুরমা নদীর পানি এখন বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: লিপসন আহমেদ